ফেনীতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতিসংঘের প্রতিনিধি রুটিন ওয়ার্ক করতে বাংলাদেশে আসতেই পারেন। বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও বৈঠক করতে পারেন। তবে কোন বিদেশি সংস্থা দ্বারা বাংলাদেশেরে কোন সমস্যা সমাধান হবে না। আমাদের সমস্যা আমরাই সমাধান করবো।
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় চার লেইন প্রকল্পের মুহুরী সেতু উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নতুন কমিটি হবে নবীন-প্রবীণের সমন্বয়ে। অতীতে যাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, অথবা যারা নিষ্ক্রিয় ছিলেন, যারা নানা অপকর্মে জড়িত ছিলেন, তারা পুরস্কৃত হবেন না। তারা নতুন কমিটিতে স্থান পাবেন না।
নারায়নগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ওবায়দুল কাদের বলেন, যিনি অপরাধ করেছন তাকে শাস্তি পেতে হবে।
আজ বুধবার সকালে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২১৫ মিটার দীর্ঘ ধুমঘাট সেতু ও ৩৭ কোটি টাকা ব্যয়ে ১৯০ মিটার দীর্ঘ মুহুরী সেতুসহ বড় দুটি সেতু উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, মহাসড়কে এখন চূড়ান্ত পর্বের কাজ চলছে। বর্ষার পর সড়কের পাশে গাছ লাগানোর পরিকল্পনা আছে। আগামী ডিসেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন।
মন্ত্রীর সাথে এ সময় ঢাকা-চট্টগ্রাম চারলেন প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান, প্রকল্প ব্যবস্থাপক সন্তোষ কুমার রায়, ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ সোহেল, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান উমজবাউল হায়দার চৌধুরী সোহেল, সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৮ মে, ২০১৬/ আফরোজ