কক্সবাজারের টেকনাফে শামলাপুরে জমি নিয়ে বিরোধের জেরে নুরুন্নবী নামের এক যুবকের হাতের কব্জি কেটে নিয়েছে প্রতিপক্ষ। এসময় হামলাকারিদের এলোপাথাড়ি কোপে নারীসহ একই পরিবারের আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে শামলাপুর ঢালার মুখ নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়।
আহত নুরুন্নবী জানান, একই এলাকার আজিজুর রহমানের ছেলে আয়াত উল্লাহ ও তার ভাইসহ দুই বোন হাসিনা ও জাহানারা বেগম তাদের ধারালো কিরিস দিয়ে কুপিয়েছে। এসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে টেকনাফ বাহারছড়া ইউনিযনের নব-নির্বাচিত চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিন জানান, পাহাড়ী জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৬/ হিমেল-২০