নিজের ব্যাটারি চালিত অটো চার্জ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে আমির আলী (৩৫) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার জানাইয়া রোডে এ ঘটনা ঘটে।
আমির আলী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নুরুজ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে রাজনগর গ্রামে বসবাস করে আসছিলেন। জনাইয়া রোডে রুহেল মিয়ার গ্যারেজে অটো রাখতেন তিনি। মঙ্গলবার রাতে গাড়ি চার্জ দিতে দিয়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। খবর পেয়ে বুধবার (আজ) থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পুলিশ পরিদর্শক হাবিব উল্লাহ জানান, সাধারণ ডায়েরির মাধ্যমে লাশ সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ মে, ২০১৬/ আফরোজ