ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ড. আ ন ম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে টি.এস.সি.সি. মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. নাসির উদ্দিনের ও সঞ্চালনা করেন প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন, বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. আ খ ম ওয়ালী উল্লাহ।
প্রধান অথিতি তার বক্তব্যে বলেন- ‘ড. জাহাঙ্গীর শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না, তিনি দেশের গন্ডি ছাড়িয়ে ধর্ম প্রচারে বর্হিবিশ্বেও বিশেষ অবদান রেখে গেছেন। তার লেখা অসংখ্য বইয়ের মাধ্যমে ইসলামের খেদমতের জন্য অনন্য অবদান রেখে গেছেন। তার ইসলাম চর্চা, নীতি-নৈতিকতা, আচার-আচরণ, আমাদের অনুস্মরণীয়। তাঁর অকাল মৃত্যুতে শুধু ইসলামী বিশ্বদ্যালয়ই নয়, জাতি একজন মুল্যবান মানুষকে হারিয়েছে।’
এছাড়াও মরহুমের জীবনের স্মৃতিচারণ করেন ধর্মত্বত্ত অনুষদের ডিন প্রফেসর ড. এ বি এম ফারুক, প্রফেসর ড. সেকেন্দার আলী, প্রফেসর ড. ময়নুল হক, প্রফেসর ড. জাকির হোসেন, প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান, ফুরফুরার বর্তমান পীর আবু বক্কর আব্দুল হাই মো: মেশকাত সিদ্দিকি আল কোরাইশী, মরহুমের একমাত্র পুত্র ওসামা খন্দকার।
আলোচনসভা শেষে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১১ মে এক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন।
বিডি-প্রতিদিন/ ১৮ মে ১৬/ সালাহ উদ্দীন