দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার মহেশপুর গ্রাম থেকে মঙ্গলবার নুরজাহান বেগম (২৩) নামে এক গৃহবধূর মৃতদেহ তার শয়ন কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ।
গৃহবধূ নুরজাহান বেগম মহেশপুর গ্রামে মজিবর রহমানের ছেলে মিলনের স্ত্রী ও কালকুন গ্রামের আকছাদ আলীর মেয়ে। এই ঘটনায় মৃত গৃহবধূর পিতা আকছাদ আলী বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।
নুরজাহানের পিতা আকছাদ আলী সাংবাদিকদের বলেন, নুরজাহান বেগম তার দ্বিতীয় সন্তান। ৮ মাস আগে মহেশপুর গ্রামের মজিবর রহমানের ছেলে মিলনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে নুরজাহান বেগমকে তার শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে মারধর করে আসছিল। এ কারণেই তার মৃত্যু হয়ে বলে অভিযোগ করেন।
ফুলবাড়ী থানার ওসি মকছেদ আলী বলেন, মৃত নুরজাহান বেগমের মৃতদেহ মঙ্গলবার সন্ধা ৬টায় ওই গৃহবধূর শয়ন কক্ষ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বুধবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ মে, ২০১৬/ আফরোজ