পৃথক অভিযান চালিয়ে ৭ ফিট লম্বা ৪ কেজি ওজনের গাঁজার গাছ, চোরাই মোটরসাইকেলসহ আব্দুস ছালাম ও ১৫ লিটার দেশীয় চোলাইমদসহ মন্টু মুরমু নামে এক মদ বিক্রেতাকে আটক করেছে ফুলবাড়ী পুলিশ।
গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত মালামালসহ তাদেরকে আটক করা হয়।
ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী বলেন, মঙ্গলবার রাত ৯টায় পৌর এলাকার কাটাবাড়ি বাংলা স্কুল মোড় জামে নুর মসজিদ থেকে ব্যবসায়ী হুমায়ুন কবির রুমুর ব্যবহৃত সিডি-১০০ সিসি বাজাজ মোটরসাইকেলটি চুরি করে নিয়ে পালানোর সময় স্থানীয় জনতার সহযোগীতায় ধৃত আব্দুস ছালামকে মোটরসাইকেলসহ আটক করা হয়। এই ঘটনায় ব্যবসায়ী হুমায়ুন কবির রুমু বাদি হয়ে ওই দিন রাতে ফুলবাড়ী থানায় একটি চুরি মামলা দায়ের করেছে।
অপরদিকে উপজেলার রাঙ্গামাটি গ্রাামে অভিযান চালিয়ে ইউনুস আলীর ছেলে মঞ্জুরুল চৌধুরীর পুকুর পাড় থেকে ৭ফিট লম্বা ৪ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাঁজা গাছ উদ্ধারের সময় মঞ্জুরুল চৌধুরী পালিয়ে যাওয়ায় তাকে আটক হয়নি। এই ঘটনায় এস আই আক্তার বাদী হয়ে অবৈধভাবে গাঁজা চাষের দায়ে মঞ্জুরুল ইসলামকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
এছাড়া মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার সেনড়া গ্রামে অভিযান চালিয়ে ১৫ লিটার দেশীয় চোলাই মদসহ মন্টুকে আটক করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এস আই শাহ আলম বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি মাদক মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/ ১৮ মে ১৬/ সালাহ উদ্দীন