সিলেটে সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত আল আমিন (২৬) দক্ষিণ সুরমার প্রগতি সিএনজি ফিলিং স্টেশনের কর্মকর্তা। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জে।
বুধবার সকাল ৯টার দিকে সিলেটের শ্রীরামপুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আলমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই সুজন জানান- কর্মস্থল সিএনজি ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আল আমিন। শ্রীরামপুর বাইপাস এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হলে আল আমিন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ১৮ মে ১৬/ সালাহ উদ্দীন