রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টিরহাট ফুলচৌকি গ্রামে বজ্রপাতে সাইদা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় মারা যায় আরও ৫টি গবাদিপশু।
বুধবার সকালে এ ঘটনা ঘটে। সাইদা বেগম উপজেলার ফুলচৌকি গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, ভোর থেকেই আবহাওয়া খারাপ ছিল তার মধ্যে সকালে বাড়ির গোয়ালঘরে গরুকে খাবার দিতে গিয়ে সাইদার মৃত্যু হয়েছে। বজ্রপাতে ৪টি ছাগল ও ১টি গরুও মারা গেছে।
এদিকে বুধবার ভোরে জেলার বেশ কিছু গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৮ মে ১৬/ সালাহ উদ্দীন