রাজশাহীর পুঠিয়া উপজেলার আল-ইনসানিয়া স্কুলের প্রধান শিক্ষক জামায়াত নেতা মেহের আলীকে (৪৫) আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে পরে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মেহের আলীর বাড়ি পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়ীয়া এলাকায়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, প্রধান শিক্ষক মেহের আলী জামায়াতের রোকন পদে ছিলেন। এখনও তিনি একজন সক্রিয় জামায়াত নেতা। তার বিরুদ্ধে ২০১৫ সালের ৫ জানুয়ারির নির্বাচনে উপজেলার বানেশ্বরে নাশকতা চালানোর মামলা আছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠনো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ মে ১৬/ সালাহ উদ্দীন