চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির মুক্তির দাবিতে মানববন্ধন করেছে 'অর্জন ৭১' চট্টগ্রাম মহানগর শাখা।
এ কর্মসূচীতে উপস্থিত বক্তারা ২৫ মে মহানগর দায়রা জজ আদালতে নিঃশর্ত মুক্তি না দিলে সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে ছাত্রলীগ নেতারা। একই সাথে রণির মুক্তির দাবিতে আন্দোলনরত সকল ছাত্র সমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।
বুধবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। 'অর্জন ৭১' চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ উদ্দিন টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন সৌরভের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, ইলিয়াছ উদ্দিন, আলী রেজা পিন্টু, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, ফখরুল ইসলাম পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৮ মে ১৬/ সালাহ উদ্দীন