লক্ষ্মীপুরের কমলনগরে ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগে করা এক মামলায় ছাত্রলীগ নেতা মো. দিদার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কমলনগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দিদার কমলনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১০ এপ্রিল দুপুরে রামগতি উপজেলার আলেকজান্ডার সবুজ গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী মোসলেহ উদ্দিন চিংড়ি পোনা নিয়ে কমলনগরের লুধূয়া থেকে যাচ্ছিলেন। পথে ইসলামগঞ্জ এলাকা পৌঁছালে ছাত্রলীগ নেতা দিদারসহ ৪ জন মিলে ওই ব্যবসায়ীকে পিটিয়ে প্রায় ৩০ হাজার টাকার চিংড়ি মাছের পোনা, ২টি মোবাইল ও ১টি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাছ ব্যবসায়ী ৪জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি দিদার হোসেন।
বিডি-প্রতিদিন/১৯ মে ২০১৬/শরীফ