কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষক হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা গ্রামে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল বিকেলে প্রয়োজনীয় কেনাকাটা শেষে রিকশাযোগে চৌদ্দগ্রাম বাজারস্থ বাসায় ফিরছিলেন শিক্ষক হাবিবুর রহমান। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের উত্তর পাশে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার সকালে শিক্ষক হাবিবুর রহমানের কর্মস্থল বিজয়করা স্কুলে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেলে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্তরের মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে। দুপুর আড়াইটায় গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিডি-প্রতিদিন/১৯ মে ২০১৬/শরীফ