সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে ট্রাকের চাপায় শহীদুল ইসলাম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ।
নিহত শহীদুল ইসলাম শহরের মেহেদীবাগ এলাকার মুজিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ট্রাক শহরের সঙ্গীতা মোড় ক্রস করার সময় শহীদুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব