নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাপ-ছেলে ও ভাই-ভাতিজাদের নামে চাদাঁবাজি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাড়িয়াছনী বাগের আগা এলাকায়। 'প্রকৃত ঘটনার' বিবরণ ও তদন্তসংশ্লিষ্ট কাজপত্রসহ মামলায় ভূক্তভোগীদের স্বাক্ষর সংবলিত একটি লিখিত আবেদন বৃহম্পতিবার সকালে রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের কাছে পাঠিয়েছেন তারা।
মামলাটির আসামি রফিকুল ইসলাম জানান, একটি জমি নিয়ে বাড়িয়াছনী বাগের আগা এলাকার আজহারুলদের সাথে তাদের বিরোধ চলে আসছিল। উক্ত জমিতে আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। গত ১১ মার্চ আজহারুলরা উক্ত জমিতে ঘর তুলতে গেলে তারা বাধা দেন এবং এ নিয়ে কিছু বাক-বিতন্ডার ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে রফিকুল ইসলামসহ তার অপর ৪ ভাই শফিকুল ইসলাম, আশরাফুল, ডা. সিরাজুল, শরিফুল ইসলাম, রফিকুল ইসলামের দুই ছেলে কাওসার ও রিপন, তার ভাতিজা শাহআলম ও রাশেদ ওরফে বাবু এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের নামে হয়রানিমূলক মিথ্যা চাদাঁবাজি মামলা দায়ের করেছেন আজহারুল ইসলাম। এছাড়া আজহারুলের নামে জালিয়াতির মাধ্যমে মানুষের জমি আত্মসাতের বহু অভিযোগ রয়েছে। জনরোষের কারনে সে বাড়িঘর ছেড়ে ঢাকায় বসবাস করছে।
মামলাটির ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাঈল হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধ হলে সেটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ