খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী নুরজাহানকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে র্যাব ও পলিশ যৌথ অভিযান চালিয়ে বুধবার রাতে উদ্ধার করেছে। এসময় তার সাথে থাকা অপহরণকারী হিসেবে চিহ্নিত মো. জালাল উদ্দিন হৃদয়কে আটক করা হয়েছে। দুইজনকেই আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গত ১ মে দীঘিনালা উপজেলার মেরুং থেকে খাগড়াছড়ি জেলা সদরে অসুস্থ বাবার জন্য ঔষধ কিনতে এসে নিখোঁজ হয়। এনিয়ে মেয়ের মা খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে মেয়েকে উদ্ধরের দাবি জানান।
খাগড়াছড়ি থানার ওসি সামসু উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুইজনকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার একাট বাসাভাড়া থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নুরজাহান ও জালালকে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ মে, ২০১৬/ আফরোজ