রাজশাহীর গোদাগাড়ীতে ৯৫০ পিস ইয়াবাসহ সেলিম রেজা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সেলিম উপজেলার কসাইপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আলাউদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে তাকে তার বাড়ি থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশের একটি দল সেলিম রেজার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেলিম রেজাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৯ মে ১৬/ সালাহ উদ্দীন