কিশোরগঞ্জে এক ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সুব্রত দেবনাথ দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি রোডে মেডি প্লাস হেলথ কেয়ার নামক একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিলেন।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট তরফদার আক্তার জামিলের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে এ সাজা দেন। সুব্রত দেবনাথ ভুয়া চিকিৎসক হিসেবে আদালতের কাছে স্বীকার করেন। তিনি তার নেমপ্লেটে এমবিবিএস ও এফসিপিএস (মেডিসিন) ডিগ্রিধারী উল্লেখ করে মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস ও শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে চিকিৎসা দিয়ে আসছিলেন।
কিশোরগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান বলেন, সুব্রত দেবনাথের একটি প্রেসক্রিপশন দেখে সন্দেহ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ভুয়া চিকিৎসক আটকের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ১৯ মে, ২০১৬/ আফরোজ