১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার দুই ঘন্টা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে পেশাজীবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ঐক্য পরিষদ এ কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক মোহাম্মদ হান্নান, সদস্য সচিব মোহাম্মদ আলী জুয়েল, সদস্য মামুন আজাদ ও ফার্মাসিস্ট মাসুদ রানা প্রমুখ।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবি হচ্ছে, বেতন স্কেল ১০ গ্রেডে উন্নিতকরণ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, মেডিকেল টেকনোলজিস্টদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর চালু, ঝুঁকি ভাতা চালু, ডেন্টাল ও ফিজিও থেরাপিস্টদের প্রাইভেট প্র্যাকটিস রেজিষ্ট্রেশন অনুমতি দান, ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্যারিয়ার পদায়ন বাস্তাবায়ন।
বিডি-প্রতিদিন/ ১৯ মে ১৬/ সালাহ উদ্দীন