হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ইয়াবাসহ যুবলীগ নেতা হাবুলকে আটক করেছে পুলিশ। সে উপজেলার নগর গ্রামের বাছির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায, বুধবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৬ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে আটক করে থানায় নিয়ে আসার পর তাকে ছাড়িয়ে নেয়ার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতারা দৌঁড়ঝাপ শুরু করে।
পুলিশ জানায়, হাবুল দীর্ঘদিন যাবৎ ইয়াবা বিক্রি করে আসছিল।
বিডি-প্রতিদিন/ ১৯ মে ১৬/ সালাহ উদ্দীন