পটুয়াখালীর এক যুব মহিলা লীগ নেত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল ইসলাম লিটুসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার আদালতের বিচারক মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিক আসামীদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশে মামলার তদন্ত পূর্বক আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার বিবরনে প্রকাশ, গত ২৬ মার্চ রাতে রাঙ্গাঁবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের যুব মহিলা লীগ নেত্রীর স্বামীর অনুপস্থিতিতে এনামুল ইসলাম লিটু ও তার সহযোগীরা মামলার বাদির বসতঘরে প্রবেশ করে তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে বাড়ির আস পাশের লোকজন এসে পড়লে আসামী লিটু তার বাহিনী নিয়ে শটকে পড়েন। পরে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বাদিকে হুমকী দিতে থাকেন।
এ বিষয়ে রাঙ্গাবালী থানা পুলিশ অভিযোগ নিতে অপারগতা প্রকাশ করলে গত ২৮ মার্চ পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে লিটু ও তার দুই সহযোগীসহ মোট তিন জনকে আসামী করে অভিযোগপত্র দায়ের করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে পিবিআই কে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। পিবিআই তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করলে বিজ্ঞ বিচারক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বিডি-প্রতিদিন/ ১৯ মে ১৬/ সালাহ উদ্দীন