সিরাজগঞ্জের শাহজাদপুর অপহরণ ও ধর্ষণ মামলায় সাইফুল ইসলাম টেক্কা (৩৮) নামে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে আটকের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সে আগামী ২৮ মে নির্বাচনে উপজেলার নরিণা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। এঘটনায় এলাকায় পক্ষে-বিপক্ষে মুখরোচক আলোচনার ঝড় ওঠেছে।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, প্রায় মাসখানে আগে উপজেলার পারকোলা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে এক সন্তানের জননী সীমা পারভীন সাইফুল ইসলামের বিরুদ্ধে আদালতে অপহরণ, ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে দুটি মামলা করেন। আদালত শাহজাদপুর থানাকে মামলাটি নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়। বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম টেক্কাকে গ্রেফতার করায় তার সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/ ১৯ মে ১৬/ সালাহ উদ্দীন