আসছে রমজানেই হালনাগাদ শেষে ঈদের পর বিলুপ্ত ছিটমহলে ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে সীমানা নির্ধারণ, মামলাসহ ভোটার তালিকায় বিলুপ্ত ছিটবাসীদের অন্তভুক্তরণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী।
আজ বৃহস্পতিবার দুপুরে ডিসি অফিসের সম্মেলন কক্ষে নীলফামারী জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বিলুপ্ত ছিটমহলে নির্বাচনের বিষয়ে কমিশনের সিদ্ধান্তের কথা জানান তিনি।
জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন বক্তব্য দেন। মতবিনিময় সভায় র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২’র কোম্পানী কমান্ডার খুরশিদ আনোয়ার, ইউএনও, ওসি, নির্বাচন কর্মকর্তাসহ ৫ম দফায় অনুষ্ঠিতব্য জলঢাকা উপজেলা এবং ৬ষ্ঠ দফায় অনুষ্ঠিতব্য সৈয়দপুর উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা অংশগ্রহণ করেন।
নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বদ্ধ পরিকর কমিশন। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে মাঠপর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নে নির্দেশনা দেয়া হয়েছে।
কোথাও কোন ব্যতয় ঘটলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণায় কে কোন দলের প্রার্থী সেটা পর্যবেক্ষণ করা হচ্ছে না।
বিডি-প্রতিদিন/ ১৯ মে, ২০১৬/ আফরোজ