হঠাৎ করে ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে৷ পানি বাড়ায় লালমনিরহাটের দোয়ানিতে অবস্থিত তিস্তা ব্যারেজের ৪৪টি স্লুইস গেইট (কপাট) খুলে দেওয়া হয়েছে। এতে প্লাবিত হচ্ছে চরাঞ্চলগুলো।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ৫২.০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
এই পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার হওয়ায় তিস্তার পানির বৃদ্ধিতে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সানিয়াজান, ফকিরপাড়া, গড্ডিমারি, সিন্দুনা, ডাউয়াবাড়ি, পাটিকাপাড়া, কালিগঞ্জ উপজেলার ভোটমারি, কাকিনা, আদিতমারির মহিষখোচা, সদরের খুনিয়াগাছ, ইউনিয়নের তিস্তা নদীর চর এলাকাগুলো প্লাবিত হয়েছে।
রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জাল হোসেন ও সানিয়াজান ইউপির চেয়ারম্যান আব্দুল গফুর চরের গ্রামগুলো প্লাবিত হওয়ার কথা নিশ্চিত করেন।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে ৫১ দশমিক ৮০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। যা বিকেল সাড়ে ৫ টায় ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৫২ দশমিক ০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ মে ১৬/ সালাহ উদ্দীন