মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. হোসন (৩০) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ছটুরা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজনগর উপজেলার ইটা চা বাগানের মৃত আজগর আলীর ছেলে মো. হোসেন মোটরসাইকেল যোগে (মৌলভীবাজার-হ-১২-২৮৩১) বাগানের দিকে যাচ্ছিল। এসময় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ছাটুরা এলাকায় পেট্রলপাম্পের সামনে পিছন থেকে একটি নাভানা লাইটেস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে তাকে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাক মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৯ মে ১৬/ সালাহ উদ্দীন