ঘূর্ণিঝড় 'রোয়ানু'র প্রভাবে কুয়াকাটা-সোনারচর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। পায়রা সমুদ্রবন্দরে জারি করা হয়েছে ৪ নম্বর সতর্কতা। সাগর উত্তাল হওয়ায় পানি বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। সাগর ও নদীতে বড় বড় ঢেউ উপকূলে আছড়ে পরছে। সাগরে মাছ ধরা ট্রলার নিয়ে জেলেরা নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছে। 'রোয়ানু'র প্রভাবে পটুয়াখালীতে মানুষের মধ্যে অজানা আতংক বিরাজ করছে। আজ শুক্রবার সকাল থেকে পটুয়াখালীর গোটা উপকূলজুড়ে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে।
মৎস্য বন্দর আলীপুর, মহিপুর, ঢোস, রাঙ্গাবালী, মৌডুবিসহ বিভিন্ন স্থানে নোঙ্গর করছে ট্রলারসহ জেলেরা।
কলাপাড়া আবহাওয়া অফিস সূত্র জানায়, পায়রা বন্দরসহ পটুয়াখালীর উপকূলীয় এলাকায় চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পটুয়াখালী নৌ-বন্দর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক জানান, পটুয়াখালী নদী বন্দরকে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলায় অভ্যন্তরীণ ১২টি নৌ রুটে একতলা লঞ্চ (৬৫ ফুটের নীচের লঞ্চ) চলাচল বন্ধ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ মে ২০১৬/শরীফ