অতিরিক্ত ডিউটি দেওয়ায় নিজের হাতে গুলি করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর ক্ষোভ ঝাড়লেন হবিগঞ্জের লাখাই থানার কনস্টেবল আজিজুল ইসলাম। বৃহস্পতিবার রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পুলিশ কনস্টেবল আব্দুল আজিজ প্রায় এক বছর ধরে লাখাই থানায় কর্মরত আছেন। বেশ কিছু দিন ধরে আজিজকে দিয়ে থানায় কম্পিউটারের যাবতীয় কাজ করানো হতো। পাশাপাশি তাকে নিয়মিত ডিউটিও করতে হয়। কম্পিউটারে কাজ করার পর আবারও তাকে ডিউটি দেওয়া হলে আজিজ অস্বীকৃতি জানায়।
এ নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের সঙ্গে কিছু দিন ধরে তার মনোমালিন্য চলে আসছিল। বৃহস্পতিবার রাতে ওসি তাকে আবার ডিউটি দিলে আজিজ ক্ষুব্ধ হয়ে নিজের অস্ত্র দিয়ে নিজের হাতেই গুলি করেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট পাঠানো হয়।
এ ব্যাপারে লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ডিউটি করার সময় মিস ফায়ারিং হয়ে আব্দুল আজিজের হাতে গুলি লাগে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ