ঘূর্ণিঝড় রোয়ানোর প্রভাবে গতরাত থেকে আজ বেলা ১১টা পর্যন্ত নোয়াখালীতে হালকা বাতাসের সঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এখনো আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত ১১ ঘণ্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে দুর্যোগ মোকাবিলা কমিটির জরুরি প্রস্তুতি সভা গতরাতে অনুষ্ঠিত হয়েছে। সভায় ঘূর্ণিঝড় পূর্ববতী এবং পরবর্তী সময়ের জন্য সকল প্রকার প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপকূলীয় প্রতিটি জেলায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে লোকজনকে আশ্রয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং শুকনো খাবার প্রস্তুত রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাতে নির্দেশ দেয়া হয়েছে।
ইতিমধ্যে হাতিয়া, সুবর্নচর ও কোম্পানীগঞ্জের উপকূলীয় এলাকায় মাইকিং করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ মে ২০১৬/শরীফ