ঝড়ো হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি অব্যহত থাকায় গত দুদিন ধরে নৌযান চলাচল ব্যহত হয়েছে দেশের অন্যতম নৌরুট কাওড়াকান্দি-শিমুলিয়ায়। কাওড়াকান্দি ফেরি ঘাটে বৃষ্টি ও বাতাসে দুর্ভোগে পরেছে যাত্রীরা।
কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল থেকে উত্তাল রয়েছে পদ্মা নদী। মাঝ পদ্মায় প্রচন্ড ঢেউ থাকার কারণে লঞ্চগুলোকে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে। ঢেউয়ের কারণে ছোট ছোট স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। তবে বড় বোটগুলো ঝুঁকি নিয়ে চলাচল করেছে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে সাধারণ যাত্রীরা লঞ্চ ও স্পিডবোট এড়িয়ে ফেরির দিকে ঝুঁকছে। ফলে ফেরিতে ঢাকাগামী দক্ষিনাঞ্চলের সাধারণ যাত্রীদের চাপ ছিল অন্যান্য দিনের তুলনায় বেশি।
বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, সাগরে ঘুর্ণিঝড়ের প্রভাবে দেশের নদ-নদীগুলো কিছুটা অশান্ত। পদ্মায় সকাল থেকেই ঢেউয়ের মাত্রা একটু বেশি। ফলে লঞ্চ-স্পিডবোট চলাচল ব্যহত হচ্ছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, ‘বৈরী আবহাওয়ায় ফেরি চলাচলে তেমন কোন সমস্যা এখন পর্যন্ত হচ্ছে না। তাছাড়া ঘুর্ণিঝড়ের পরিস্থিতি খারাপের দিকে গেলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ থাকবে। এখন পর্যন্ত তেমন কোন নির্দেশনা আমরা পাই নি। তাই ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।' তিনি আরো বলেন, ‘পদ্মায় ঢেউয়ের কারণে মাঝ পদ্মায় ফেরি চলাচলে কিছুটা বাধার সৃষ্টি হচ্ছে।’
বিডি প্রতিদিন/ ২০ মে ২০১৬/ হিমেল-০৬