বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা শুক্রবার সকালে বগুড়ার মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির জেলা শাখার সভাপতি মো. জুলফিকার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাসার। বিশেষ অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম তোতা।
সভায় বক্তারা, প্রধান শিক্ষকদের গেজেটেড মর্যাদাসহ করেসপন্ডিং স্কেলে বেতন নির্ধারণ দ্রুত বাস্তবায়ন, সহকারি শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে দ্রুত পদন্নোতি প্রদান, প্রধান শিক্ষকদের ১০ গ্রেড এবং সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদানসহ ৫ দফা দাবি জানান। সভায় সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফজলুল করিমসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির জেলা শাখার সহ-সভাপতি তারিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী।
বিডি-প্রতিদিন/ ২০ মে ১৬/ সালাহ উদ্দীন