মাদারীপুর প্রেসক্লাবের সামনে রেকসোনা বেগমের হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ দুপুর সাড়ে ১২টা থেকে ঘন্টা ব্যাপি এই মানববন্ধনে রোকসানার দুই সন্তানসহ শতাধিক মানুষ অংশগ্রহন করেন।
এসময় রেকসোনার ভাই ইলিয়াছ মাতুব্বর অভিযোগ করে বলেন, আমার বোনকে রহিম ঢালি গংরা পরিকল্পিতভাবে হত্যা করেছে, আমি ঐ হত্যাকারিদের ফাঁসি চাই।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আসামী ধরার অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জয়নাল ঢালির স্ত্রী রেকসোনা বেগমের (৩৬) মৃতদেহ গত সোমবার রাতে ৮ টার দিকে উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/ ২০ মে ২০১৬/ হিমেল-০৯