হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে এক ঘরের মধ্যে শিকলে বাঁধা এক যুবকের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহত যুবক জাবেদ মিয়া ওই গ্রামের তরিবত মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাবেদ মিয়া মাদক ব্যবসা করে বেশ কিছু টাকার মালিক হয়। সে তার আপন ভাই এলামন, চাচাত ভাই মনফর মিয়া ও চাচা জসিম মিয়াকে ৩০/৪০ হাজার টাকা ধার দেয়। সম্প্রতি জাবেদ মিয়া মাদকসহ জেলে গেলে তার দুই স্ত্রী চলে যায়। জেল থেকে বের হওযার পর কর্জ দেয়া টাকা ফেরত চাইলে তার ভাই ও চাচা তাকে মারধর করে।
তবে একটি সূত্র নিশ্চিত করেছে, জাবেদের চাচাতো ভাইয়েরা মামলা থেকে বাঁচতে জাবেদের পায় শিকল দিয়ে ঘরে আটকে আগুন দিয়েছে। এদিকে তার পরিবার দাবী করেছে, জাবেদ দুটি বিবাহ করলেও সে এলাকায় লোকজনের সাথে পাগলামি করতো। তাই তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার রাতের কোন এক সময় জাবেদের ঘরে আগুন লাগলে সে দ্বগ্ধ হয়ে মারা যায়। শুক্রবার বিকেলে তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে প্রেরণ করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়েছে সিগারেটের আগুন থেকে এই আগুন লেগেছে।
আজমিরীগঞ্জ থানার ওসি অহিদুর রহমান জানান, জাবেদের বিরুদ্ধে লোকজনকে হয়রানীর অভিযোগ রয়েছে। তাই তাকে ঘরে আটকে রাখে তার পরিবার। সে আগুনে দ্বগ্ধ হয়ে মারা গেছে। তবে কোন কারণে মারা গেছে তা জানা যায়নি। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।
বিডি প্রতিদিন/ ২০ মে ২০১৬/ হিমেল-১২