বগুড়ার ধুনট উপজেলায় খুরা রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে ফরিদ উদ্দিন সেখ (৩৫) নামে এক কসাইয়ের ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বেলা ১১টার দিকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম সরোয়ার জাহান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামী ফরিদ উদ্দিন ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামের চাঁন মিয়ার ছেলে।
ধুনট থানার পুলিশ কর্মকর্তা (তদন্ত) পঞ্চনন্দ সরকার জানান, বৃহস্পতিবার সকালের দিকে ধুনট-সোনাহাটা পাকা সড়কের নলডাঙ্গা তিনমাথা বাজারে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন ফরিদ উদ্দিন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করায় মাংস ব্যবসায়ী (কসাই) ফরিদ উদ্দিনের ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
বিডি-প্রতিদিন/ ২০ মে ১৬/ সালাহ উদ্দীন