কুমিল্লার চৌদ্দগ্রামে বিল্ডিং ঘরের দরজা ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৭২ হাজার টাকাসহ ৭ লাখ টাকা মূল্যের মালামাল চুরি করেছে সংঘবদ্ধ চোরচক্র। আজ ভোররাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের লাউলাইশ গ্রামের প্রবাসী সাইদুর রহমান পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
সাইদুর রহমান পাটোয়ারীর মেয়ে তাছলিমা পাটোয়ারী নীপা জানান, বৃহস্পতিবার তারা নানার বাড়িতে বেড়াতে যায়। প্রতিবেশীরা শুক্রবার সকালে চুরির ঘটনা তাদের জানালে তারা বাড়িতে এসে দেখেন আলমারী ভেঙ্গে চোরচক্র ১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে ৭২ হাজার টাকা, জমির দলিলের মূলকপি, বীমার কাগজপত্র, ব্যাংকের ১টি চেকবই লুটে নেয়। এছাড়াও চোরচক্র আলমিরা ও ব্রিফ কেইসে থাকা দামি কাপড় লুটে নিয়ে যায় বলে তিনি দাবি করেন।
কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজন জানান, চুরির ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের পর মালামাল উদ্ধার এবং চোরদের গ্রেফতারের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/ ২০ মে ২০১৬/ হিমেল-১৮