কক্সবাজারের টেকনাফে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ছেনুয়ারা আক্তার (৮) টেকনাফ সদর ইউনিয়নের পূর্ব গোদারবিল এলাকার কালা মিয়ার মেয়ে। সে পূর্ব গোদারবিল আনাস বিন মালিক মাদ্রাসার ছাত্রী।
জানা যায়, আজ বিকালে বসতবাড়ির পিছনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যায় মা-বাবা বাড়িতে এসে মেয়েকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করতে থাকে।
এক পর্যায়ে মেয়েকে কোথাও না পেয়ে বাড়িতে চলে আসে। আজ বিকালে বাড়ির পিছনের পুকুর থেকে মেয়ের লাশটি উদ্ধার করেন তার বাবা।
বিডি প্রতিদিন/ ২০ মে ২০১৬/ হিমেল-১৯