সাভারে চার হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সিটি সেন্টারের সামনে থেকে আবুল কালাম আজাদ নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
ঢাকা জেলা উত্তরের ওসি (ডিবি) এ এফ এম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার সিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সন্ধ্যায় তাকে সাভার মডেল থানায় স্থানান্তর করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ২০ মে ২০১৬/ হিমেল-২০