আজ রাত সাড়ে ৮টায় সর্বশেষ খবর অনুযায়ী বাগেরহাটের শরনখোলা ও মংলা উপজেলায় ১৩টি আশ্রয়কেন্দ্রে ৮ হাজারের অধিক সাধারন মানুষকে নিয়ে আশা হয়েছে। মংলা বন্দরে সাত নম্বর মহা বিপদ সংকেত জারির পর গোটা বাগেরহাট জুড়েই ঘূর্ণিঝড় আতংক দেখা দিয়েছে।
২৩৫ টি আশ্রয় কেন্দ্র খুলে দেয়া হয়েছে। প্রতিটি মসজিদ ও প্রশাসনের পক্ষ থেকে লোকজনকে দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে নির্দেশ দেয়া হচ্ছে। জেলার সব ফেরী ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সড়কগুলো যোগাযোগের উপযোগী রাখতে সড়ক ও জনপদ বিভাগের সকল কর্মকর্তার সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
বাগেরহাট রেডক্রিসেন্টসহ ১০ হাজার সেচ্ছাসেবক জনগনকে আশ্রয়কেন্দ্রে আনতে কাজ শুরু করে দিয়েছে। একই সাথে জেলায় ৮৪ টি মেডিকেল টিমকে প্রস্তুত রাখা হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ২০ মে ২০১৬/ হিমেল-২১