বগুড়ার ধুনট উপজেলায় যৌতুকের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী লাল মিয়াকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ।
আজ দুপুরে উপজেলার গোসাইবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামী লাল মিয়া ধুনট উপজেলার চুনিয়াপাড়া গ্রামের বসত উল্লাহ মন্ডলের ছেলে।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার জানান, গত ২০১২ সালে লাল মিয়ার বিরুদ্ধে বগুড়া পারিবারিক আদালতে যৌতুকের মামলা দায়ের করেন তার স্ত্রী একই এলাকার মানিকপোটল গ্রামের হাসান আলীর মেয়ে হাফিজা খাতুন।
ওই মামলায় ২০১৬ সালের ২৭ এপ্রিল লাল মিয়ার বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এই রায় ঘোষনার পর থেকে লাল মিয়া পলাতক ছিলেন।
পরে বগুড়া আদালত থেকে ধুনট থানায় গ্রেফতারী পরোয়ানা জারি করেন বিচারক।
বিডি প্রতিদিন/ ২০ মে ২০১৬/ হিমেল-২২