কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আসামি ধরতে গিয়ে হামলায় চার পুলিশসহ ৩০ জন আহত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানিপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ভৈরবে ইউপি নির্বাচনের আগে জয়নাল এবং হুমায়ুন পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হুমায়ুন পক্ষের একজন নিহত হয়। এ ঘটনায় শুক্রবার বিকেলে পুলিশ জয়নাল পক্ষের লোকজনকে ধরতে অভিযানে আসে। এ সময় জয়নাল পক্ষের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে চার পুলিশ আহত।
পরে পুলিশের সঙ্গে হুমায়ুন পক্ষের লোকজন গিয়ে জয়নাল পক্ষের লোকজনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ২৬ জন আহত হয়। পরে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম এখনো জানা যায়নি।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান, রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ মে ১৬/ সালাহ উদ্দীন