নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাচপুর এলাকায় পুলিশের ডাম্পিং ক্যাম্পে আনোয়ার হোসেন (২৬) নামে এক আনসার সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (এএসআই) মো. ইউনুস আহমেদ জানান, দুপুরে গোসল শেষে ভেজা কাপড় শুকাতে দিতে গিয়ে একটি ছেঁড়া তারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হন আনোয়ার। পরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিক নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকিল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবার নাম আনিসুর রহমান। বাড়ি ভোলার সদর উপজেলার চর আনন্দপুর গ্রামে। তার মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।
বিডি-প্রতিদিন/ ২০ মে ১৬/ সালাহ উদ্দীন