রাজশাহীর বাঘা উপজেলায় গোপন বৈঠকের সময় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা শিবির সভাপতি রাশিদুল ইসলাম রনজুসহ আটজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার গড়গড়ি ইউনিয়নের শিমুলতলা ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
অন্যরা হলেন- অফিস সহকারী সবুজ (১৮) ও সদস্য নাজমুল ইসলাম (১৭), বুলবুল হাসেন (১৯), ফয়সাল আহমেদ (১৮), আবু রায়হান (১৭), মানিক (১৬) এবং মিলন (১৭)।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, উপজেলা এলাকায় নাশকতার পরিকল্পনায় তারা সেখানে গোপন বৈঠক করছিল। এ সময় গোপন সংবাদের ভিক্তিতে জিহাদী বইসহ তাদের আটক করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ২০ মে ১৬/ সালাহ উদ্দীন