রাজশাহীর পবা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুস সাত্তার গুজন (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে আসগ্রাম রাহির ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সাত্তার গুজন রাজশাহী মহানগরীর পুকুরিয়া দেলুয়াবাড়ি এলাকার মৃত শুকুরুদ্দিনের ছেলে। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, সন্ধ্যায় আব্দুস সাত্তার গুজন উপজেলার আসগ্রাম রাহির ঢাল রেললাইন পার হচ্ছিলেন।
ওই সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী আসা একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই আব্দুস সাত্তার গুজন মারা যান।
এ ব্যাপারে অপমৃত্যু মামলা হবে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ২০ মে ১৬/ সালাহ উদ্দীন