ঘূর্নিঝড় রোয়ানুর প্রভাবে ভোলার ৪ উপজেলার অন্তত ৮ টি গ্রাম প্লাবিত হয়েছে। চরফ্যাশন উপজেলার কুকরী-মুকরী, মনপুরা উপজেলার হাজীরহাট, ঢালচর, কলাকলীর চর এবং তজুমদ্দিন ও দৌলতখান উপজেলার নদীর র্তীরের নিচু এলাকা প্লাবিত হয়েছে।
সেখানকার অধিকাংশ এলাকা ২/৩ ফুট পানিতে তলিয়ে গেছে। শুক্রবার রাত থেকে এসব এলাকা পানিতে প্লাবিত হয়েছে। ভেসে গেছে কাঁচা ঘর। অনেক মানুষ সাইক্লোন সেল্টারে আশ্রয় নিয়েছে।
এদিকে, রোয়ানুর প্রভাবে জোয়ারের পানির তীব্র স্রোতের কারনে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে মেঘনার ভাঙন বেড়েছে।
ওই এলাকার বাসিন্দা মো. হাফিজ, ছগির ও ছানাউল্লাহ জানান, বিকেল থেকে মেঘনার নদীর স্রোত অনেক বেড়েছে। যার কারনে ভাঙনও বেড়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ