পটুয়াখালীর দশমিনায় ঝড়ের কবলে বসতঘর চাপা পড়ে নয়া বিবি (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত নয়া বিবি দশমিনা সদর ইউনিয়নের উত্তর ল²ীপুর গ্রামের বসিন্দা। ওই গ্রামে আরও অন্তত ১৫টি বসতঘর বিধ্বস্ত হয়েছে বলে জানান ইউএনও।
পটুয়াখালী জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানানতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/ ২১ মে, ২০১৬/ আফরোজ