চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুরে পাহাড় ধসে দুজন নিহত হয়েছেন। আজ সকালে এ ঘটনা ঘটে।
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে চট্টগ্রামসহ আশপাশের এলাকায় ভারি বৃষ্টিপাতের সময় পাহাড় ধসের এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সীতাকুণ্ডের কুমিরা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৬/ হিমেল-০৮