কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন স্থানে একই রাতে বিষপান করে দুই স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ছাড়া অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সদস্য ও স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহননের জন্য তারা বিষপান করে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গতকাল শুক্রবার রাতের বিভিন্ন সময়ে তারা বিষপান করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার গাছবাড়ি গ্রামের সফিয়ার রহমানের ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও নটানপাড়ার হেলিপ্যাড এলাকার রবিউল ইসলামের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী জাহিদুর রহমান বিষপান করে আত্মহত্যা করে।
অপরদিকে, দাঁতভাঙ্গা বাজার এলাকার হামেদ আলীর মেয়ে নবম শ্রেণিতে পড়ুয়া হোসনে আরা খাতুন এবং যাদুরচর গ্রামের শুকুর আলীর স্ত্রী এলেজা বেগম বিষপান করে। তারা দুইজন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রৌমারী থানার ওসি এ বি এম সাজেদুল ইসলাম জানান, দুইজনের মৃত্যুর ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২১ মে, ২০১৬/ আফরোজ