নীলফামারীতে কলেজ ছাত্রীসহ রাস্তার ধারে পড়ে থাকা দুই জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১১ টার দিকে শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজপাড়া থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল ১০ টার দিকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে কলেজ ছাত্রী লিজা আক্তারের পথরোধ করে উত্তরা ইপিজেডের সনিক ফ্যাক্টরির গাড়ি চালক নয়ন। এসময় নয়ন ঐ ছাত্রীকে চাকু দিয়ে আঘাত করে। পরে আহতাবস্থায় মেয়েটি দৌঁড়ে পালিয়ে যাওয়ার পথেই মারা যায়। পরে ঘটনাস্থলে নিজেই নিজের দেহে ছুড়ি চালিয়ে আত্মহত্যা করে নয়ন।
খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার তদন্তে কাজ শুরু হয়েছে। নিহত লিজা শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন।
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৬/ হিমেল-১১