শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের শিমুল তলা এলাকায় মাহিন্দ্রের চাপায় মাছুম শিকদার (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ২ জন। নিহত মাসুম শিকদার ডিঙ্গামানিক ইউনিয়নের শালধ গ্রামের বাসিন্দা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া জানায়, ডিঙ্গামানিক ইউপির ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী শাজাহান শিকদারের ছেলে মাছুম শিকদার (২৮) ইতালী প্রবাসী ছিলেন। বাবার নির্বাচনের প্রচারণা চালাতে কয়েকদিন আগে ইতালী থেকে দেশে আসেন।
শুক্রবার রাত সারে ১০টার দিকে নির্বাচনী প্রচারণা শেষে এলাকার শিমুল তলা ব্রিজের উপরে দাড়িয়ে মানুষের সাথে কথা বলছিলেন। এসময় একটি মাহিন্দ্র এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মাহিন্দ্রের সাথে ধাক্কা লেগে আহত হয় আরো দুজন। আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ মাহিন্দ্রটি আটক করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৬/ হিমেল-১২