ঘূর্নিঝড় রোয়ানু'র দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় জরুরী সভা করেছে লামা উপজেলা ও পৌরসভা প্রশাসন।
আজ অনুষ্ঠিত এ জরুরী বৈঠকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি, ত্রাণসামগ্রী মজুদ, পরিস্থিতি মোকাবেলায় কন্টোল রুম গঠন, আশ্রয়ের ব্যবস্থা এবং মানুষকে নিরাপদ স্থানে অবস্থান নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ এর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, লামা ফায়ার সার্ভিস প্রতিনিধি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, লামা তথ্য অফিসার, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম বলেন, ঘুর্নিঝড় ‘রোয়ানু’ আঘাত হানতে পারে এই আশংকায় পূর্বপ্রস্তুতি হিসেবে ত্রাণসামগ্রী মজুদ, আশ্রয়স্থল প্রস্তুত এবং জনসাধারণকে নিরাপদ স্থানে চলে যেতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭টি ইউনিয়নে ও লামা পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় শুক্রবার জনসচেতনতা মুলক মাইকিং করা হয়েছে।
লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ জানান, ঘূর্ণিঝড়ের বিষয়ে সতর্ক করা এবং লোকজনকে নিরাপদ অবস্থানে নিয়ে যাওয়া, শুকনো খাবার ব্যবস্থা রাখা, পর্যাপ্ত কম্বল সহ আশ্রয়স্থল ঠিক করা, ফায়ার বিগ্রেড, বিদ্যুৎ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দুর্যোগ মোকাবেলা করতে সতর্ক থাকতে বলা হয়েছে।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে প্রশাসনকে তথ্য দিতে (কন্টোল রুম নাম্বার ০১৭৬২-৭০১১৬৪, ০১৮৬৮-৫৫৫৫০৬ ও ০৩৬১-৭১০০২) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৬/ হিমেল-১৩