ঘূর্ণিঝড় রোয়ানু'র প্রভাবে ভোলা সদর উপজেলার ইলিশা এলাকার মেঘনা নদীতে একটি বালুভর্তি কার্গো ডুবির খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
ভোলা থানার ওসি খায়রুল কবির জানিয়েছেন, ওই কার্গো ডুবির ঘটনায় ৪ জন নিখোঁজ রয়েছেন।
তিনি আরো জানিয়েছেন, মেঘনা নদীতে ভয়াবহ ঢেউ থাকায় এ মুহুর্তে নিখোঁজদের সন্ধানে মেঘনায় নামা সম্ভব হচ্ছে না।
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৬/ হিমেল-১৫