প্রতিটি মানুষকে পুলিশিং কার্যক্রমে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। মানুষের তুলনায় পুলিশের সংখ্যা পর্যাপ্ত নয়। ১২শ' জনের জন্য ১ জন পুলিশ দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি। আজ শনিবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, 'অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করা না হলে পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। এজন্য কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালনা করে মানুষকে সম্পৃক্ত করা হচ্ছে। যার সুফলও পাচ্ছেন সাধারণ মানুষ।'
নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক এড. মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি প্রকেৌশলী সফিকুল আলম ডাবলু, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি গোলাম ফারুক আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি সেক্টর থেকে যদি এগিয়ে আসা যায় তাহলে সমাজকে স্থিতিশীল রাখা যায়। সমাবেশে জেলা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/২১ মে ২০১৬/শরীফ